স্পোর্টস ডেস্ক।।
আগের ম্যাচেই লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ ড্র করায় প্রমাদ গুনেছে তিনে থাকা বার্সেলোনা। এই দুই দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর ভালো সুযোগ পায় কাতালানরা। গতকাল রবিবার রাতে সেভিয়াকে উড়িয়ে দিয়ে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগাল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
সেভিয়ার মাঠে বার্সেলোনা ম্যাচ জিতেছে ৪-১ গোলে। এর ফলে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে। আর ৫০ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সবার ওপরে। অর্থাৎ, প্রথম তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ‘এক’ করে।
বার্সেলোনার হয়ে গোলের খাতা খোলেন পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভাদোভস্কি। ম্যাচের সপ্তম মিনিটে ইনিগো মার্তিনেসের হেড পাসে কাছ থেকে বল পেয়ে সেভিয়ার জালে জড়ান তিনি। এই নিয়ে চলতি লা লিগায় ২২ ম্যাচে ১৯ গোল হলো এই ফরোয়ার্ডের। শীর্ষে থাকা লেভানদোভস্কির পর লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপ্পে। ১৬ গোল তার।
সমতা আনতে বেশি সময় নেয়নি সেভিয়া। পরের মিনিটেই বার্সার জালে বল জড়ান ভার্গাস। প্রথমার্ধে সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সাকে এগিয়ে দেন গাভির পরিবর্তে মাঠে নামা ফের্মিন। পেদ্রির ক্রসে লাফিয়ে হেডে গোল আদায় করেন তিনি। ৫৫তম মিনিটে বার্সাকে আরও এগিয়ে দেন ফর্মে থাকা রাফিনিয়া। কুবার্সির পাসে বক্সের বাইরে সেভিয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৬০তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় বার্সা। সেভিয়ার জিব্রিলকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন ফের্মিন। তবে তাতেও সুবিধা করতে পারেনি সেভিয়া। উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সেভিয়ার জালে বল জড়ান গার্সিয়া। ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।