আঙুলে চোট পেয়েছেন সৌম্য

4
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস ট্রফি খুবই নিকটে। এমন সময় সৌম্য সরকারকে নিয়ে আশঙ্কা। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে নেট ছেড়েছেন এই টপঅর্ডার।

আজ সোমবার নেটে মৃত্যুঞ্জয় চৌধুরির একটি বাউন্সার আঘাত করে সৌম্যর হাতে। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। ব্যথার তীব্রতা তখন তার চোখে-মুখে।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সূত্রে জানা গেছে, সৌম্যর আঙুলের ইনজুরি গুরুতর নয়। তবু সতর্কতার অংশ হিসেবে স্ক্যান করানো হবে।

জানা যায়, মৃত্যুঞ্জয়ের লাফিয়ে ওঠা ডেলিভারি সৌম্যর ডান হাতের তর্জনীতে আঘাত করে। এর আগে গত বছরের শেষ দিকে একই আঙুলে পাওয়া চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

আগামী বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।