স্পোর্টস ডেস্ক
তৃতীয় আসরে এসে প্রথমবার চ্যাস্পিয়নের মুকুট পরল দুবাই ক্যাপিটালস। রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে সিকান্দার রাজার শেষের ঝড়ে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে ক্যাপিটালস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভাইপার্স নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যাপিটালস।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৬৩ রান করেন রোভম্যান পাওয়েল। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। ওপেনার শেই হোপ ৩৯ বলে ৪৩ রান করেন। তবে শেষ দিকে দাসুন শানাকার ১০ বলে ২১ ও রাজার ১২ বলে অপরাজিত ৩৪ রানে রোমাঞ্চকর জয় পায় দলটি। রাজা ৫টি চার ও একটি ছক্কা হাঁকান।
ভাইপার্সের হয়ে মোহাম্মদ আমির ও ডেভিড পায়েন ২টি করে উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভাইপার্স। তাদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস ৫ রানে ফেরেন। তাদের দুজনকেই আউট করেন ওবেদ ম্যাককয়।
তবে তিনে নামা ম্যাক্স হলডেন ৫১ বলে ৭৬ ও স্যাম কারেনের অপরাজিত ৩৩ বলে ৬২ রানের সুবাদে বড় সংগ্রহ পায় দলটি। ম্যাক্স ১২টি চারে নিজের ইনিংস সাজান। অধিনায়ক কারেন ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
ম্যাচসেরা হয়েছেন রোভম্যান পাওয়েল। আর টুর্নামেন্টসেরা হন স্যাম কারেন।