মহাবিশ্বের বৃহত্তম ‘কাঠামো’র সন্ধান

1
Spread the love


আন্তর্জাতিক ডেস্ক।।

মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মিল্কিওয়ের চেয়েও ১৩ হাজার গুণ বড় এই কাঠামো।এর নাম দেওয়া হয়েছে কুইপু। সম্প্রতি লাইভ সাইন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন বিজ্ঞানীরা।


বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো ‘হারকিউলিস-করোনা বোরেলিস গ্রেট ওয়াল’। পৃথিবী থেকে এটি ১ হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে বিষয়টি এখনো মীমাংসিত নয়।

বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে কুইপুসহ আরও চারটি বিশাল কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই পাঁচটি সুপারক্লাস্টার মহাবিশ্বের ক্লাস্টারের ৪৫ শতাংশ, গ্যালাক্সির ৩০ শতাংশ ও বস্তুর ২৫ শতাংশ দখল করে আছে। অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার মিলে সুপারক্লাস্টার তৈরি হয়। ক্লাস্টারগুলো মহাকর্ষ শক্তির সঙ্গে এক অপরের সঙ্গে যুক্ত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি লানিয়াকি সুপারক্লাস্টারে অবস্থিত।

গবেষণা দলটি জানায়, এই কাঠামোটি ক্লাস্টার ম্যাপে খালি চোখেই দেখা সম্ভব। আলাদা কোনো ডিটেকশন পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই।

বিজ্ঞানীরা বলছেন, নতুন এই কাঠামোটি এত বিশাল যে শিগগিরই এটি ভেঙে পড়বে এবং আলাদা ইউনিট তৈরি হবে।