স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সানির অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ প্রকাশের খবর জানান বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
তবে সানির ম্যাচ খেলা কিংবা বোলিং করায় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। বিপিএলের ফাইনালেও তিনি চিটাগাং কিংসের হয়ে খেলেছেন। কিন্তু তার বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে আজ সোমবার।
এর আগে গত ১ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানে জয় পায় চিটাগং কিংস। ওই ম্যাচ জিতে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হয় তাদের। বরিশালের বিপক্ষে চার ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন সানি। এরপরই তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
অবশেষে প্রশ্নবিদ্ধ বোলিং পরীক্ষা দিয়ে পাস করেছেন সানি। মিরপুর শের-ই বাংলায় পরীক্ষা দিয়েছিলেন তিনি। যেখানে তার পাস করার বিষয়টি দেশের একটি নিউজপোর্টালকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁ-হাতি স্পিনারের। তবে জানিয়েছেন, এরপর আবারও সন্দেহের তীরে পড়লে সানিকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে।
সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ প্রকাশের বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয়। সে কারণে বিপিএল ফাইনালের আগেরদিন বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি। আজ সেই পরীক্ষার ফলাফল পেয়েছেন।
এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন সানি।
তবে সানির বোলিং অ্যাকশন নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার ও পেসার তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। পরে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন দুজনই। আরও পরে অবশ্য অ্যাকশন শুধরে বোলিং করার অধিকার ফিরে পান সানি-তাসকিনরা।