স্পোর্টস ডেস্ক।।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আসছে চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশি এই আম্পায়ারের নাম রয়েছে। এবার জানা গেলে, উদ্বোধনী দিনেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে।
আইসিসি আজ সোমবার ১২ জনের আম্পায়ারিং প্যানেলের কে কোন ম্যাচের দায়িত্বে থাকবে সেটা প্রকাশ করেছে। যেখানে আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। আর বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে সেদিন রিচার্ড কেটেলবরো মাঠে থাকবেন।
উদ্বোধনী দিন টিভি আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফএবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।
এরপর ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচে সৈকত থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। উইলসনের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে সৈকত দাঁড়াবেন ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচে। ২৬ ফেব্রুয়ারি লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই।
গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের লড়াইয়ে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। সেই ম্যাচে অনফিল্ডে থাকবেন রড টাকার ও পাকিস্তানের আহসান রাজা। তবে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সৈকত থাকবেন কিনা সেটা জানা যাবে গ্রুপ পর্বের খেলা শেষে।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে রয়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। যেখানে অনফিল্ড আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টোক এবং পল রেইফেলকে দেখা যাবে। চতুর্থ আম্পায়ার মাইকেল গফ, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মাসেনা। টিভি আম্পায়ারের দায়িত্বে রড টাকার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে অনফিল্ডে মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ার পল রেইফেল আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থকে।