স্টাফ রিপোর্টার।।
খুলনায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইনসান শরীফ (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইনসান শরীফ নগরীর সোনাডাঙ্গা তৃতীয় আবাসিককের মো. মোশারফ হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী ইনসান শরীফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এ থানায় দুটি হত্যাসহ কয়েকটি মামলা রযেছে।