টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা কের-আর্শদীপ

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২৪ সালে নারী বিভাগে নিউজিল্যান্ডের মেলিয়ে কের ও পুরুষ বিভাগে ভারতের আর্শদীপ সিং সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার এই ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


২০২৪ সালে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে নিউজিল্যান্ড। সেই দলটির অন্যতম সদস্য ২৪ বছর বয়সী কের, হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। ২০১৬ সালে সুজি বেটসের পর তিনি এই পুরস্কার জেতা দ্বিতীয় কিউই নারী।

গত বছরে ১৮ ম্যাচ খেলে ৩৮৭ রান করার পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন কের। ২৪.১৮ গড়ে রান করা এই অলরাউন্ডার উইকেট নিয়েছেন ১৩.৬ স্ট্রাইকরেট রেখে। এক বছরে এত বেশি উইকেট নিউজিল্যান্ডের অন্য কোনো নারী ক্রিকেটারই নিতে পারেননি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ১৫ উইকেট শিকার করেন কের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। ৭.৩৩ গড়ে ও ওভারপ্রতি মাত্র ৪.৮৫ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি। বিশ্বকাপে ৬ ইনিংস খেলে ১৩৫ রানও করেন তিনি।

অন্যদিকে, পুরুষ ক্রিকেটারদের মধ্যে আর্শদীপ ছিলেন অনন্য। বছরসেরা একাদশে জায়গা পাওয়া এই বাঁহাতি পেসার ভারতকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন। পাওয়ার প্লেতে আর্শদীপের বল মানেই ভয়ংকর কিছু। ২০২২ সালে অভিষেক হলেও এরই মধ্যে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

গত বছর ১৮ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন কের। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিং করা সত্ত্বেও ওভারপ্রতি মাত্র ৭.৪৯ হারে রান দিয়েছেন আর্শদীপ। ১৫.৩১ গড় ও ১০.৮০ স্ট্রাইকরেট ছিল ২৫ বছর বয়সী এই বাঁহাতি পেসারের।