মোরেলগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

7
Spread the love

মোরেলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মি সাহা (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২২ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার পৌর শহরের বয়রাতলা এলাকায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উর্মি সাহা বয়রাতলা এলাকার শিব্বির তালুকদারের স্ত্রী ও পাশের ভাইজোড়া গ্রামের সালেছ সাহার মেয়ে। ৩ বছর পূর্বে শিব্বিরের সঙ্গে তার বিয়ে হয়। উর্মী দম্পতির সংসারে চার মাসের একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বিছানায় স্ত্রীকে না দেখে তার দরজা খুলে ঘরের সামনের গাছের সঙ্গে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বামী শিব্বির তালুকদার। পরে তার ডাকৎচিকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে নিহতের স্বজনদের মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার তার ভাই শাহিন তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।