দেশের সেরা তানজিদ তামিমের সামনে শুধুই গেইল

8
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

তানজিদ হাসান তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্য সম্পর্কে বাংলাদেশের ক্রিকেটভক্তদের জানা-শোনা আছে ভালোভাবেই। চলমান বিপিএলে নিজের সেই সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই ওপেনার। একের পর এক ছক্কা হাঁকিয়ে গড়েছেন নতুন রেকর্ড।


আজ বুধবার চিটাগং কিংসের বিপক্ষে ৩টি চারের বিপরীতে ৭টি ছক্কা হাঁকান তানজিদ। এর মধ্যেমে চলমান আসরে তার ছক্কার সংখ্যা হলো ২৯টি। বিপিএলের এক আসরে এর আগে এত ছক্কা হাঁকাতে পারেননি দেশের আর কোনো ব্যাটার।

তানজিদ ভেঙেছেন তাওহিদ হৃদয়ের রেকর্ড। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা হাঁকিয়েছিলেন হৃদয়। তিনি আবার ভেঙেছিলেন তামিম ইকবালের রেকর্ড। ২০১৯ সালে ২৩টি ছক্কা হাঁকানোর কীর্তি আছে তামিমের।

বিপিএলের কোনো আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোয় তানজিদের সামনে কেবল ক্রিস গেইল। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কাও তার। বিপিএলে ১৪৩টি ছক্কা মারা গেইল রংপুর রাইডার্সের হয়ে ২০১৭-১৮ মৌসুমেই হাঁকান ৪৭টি। এর মধ্যে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএল রেকর্ড ১৮টি ও খুলনা টাইটানসের বিপক্ষে ১৪টি ছক্কা আছে তার।

চলমান বিপিএলে ছক্কা হাঁকানোতে তানজিদের পরেই আছেন রংপুরের খুশদিল শাহ। ব্যাটে-বলে তুমুল ফর্মে থাকা পাকিস্তানি এই অলরাউন্ডার এখনো পর্যন্ত ৮ ম্যাচে মেরেছেন ২৩টি ছক্কা। ৯ ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী।