কোয়ার্টার ফাইনালে সিনার-সিয়েতক

7
Spread the love


স্পোর্টস ডেস্ক

ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও যুক্তরাষ্ট্রের বেন সিলটন অস্টেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককে জয়লাভ পেয়েছেন। অন্যদিকে নারী এককে জিতেছেন পোল্যান্ডেরর ইগা সিয়েতক ও ইউক্রেনের ইলিয়েনা সভেতলনা।

চতুর্থ রাউন্ডের খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হোলগার রুনের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে। চার গেমের সেটে ৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারান রুনকে। ম্যাচে সিনারের এক সার্ভে নেটের ধাতব পাট ভেঙে যায়। চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে ওয়াকওভার পান যুক্তরাষ্ট্রের সিলটন। প্রথম তিন সেটে সিলটন ৭-৬, ৬-৭, ৭-৬ গেমে এগিয়ে থাকার পর শেষ সেটে ফ্রান্সের গায়েল মনফিলস অসুবিধা হওয়ায় ওয়াকওভার পেয়ে যান সিলটন।

নারী এককের চতুর্থ রাউন্ডে চতুর্থ রাউন্ডে সহজ জয়ের দেখা পেয়েছেন শীর্ষ বাছাই ইগা সোয়েতক। ৬-০ ও ৬-১ গেমে সরাসরি দুই সেটে হারিয়েছেন জার্মানির ইভা লেয়সকে। আরেক ম্যাচে ইলিয়েনা সভেতলোনা ৬-৪ ও ৬-১ গেমে সরাসরি সেটে হারান রাশিয়ার কুদরেমেটোভাকে। তবে হেরেছেন কাজাখস্তানের ইরিনা রিবকোভা। তাকে হারান যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইস। তিন সেটের লড়াইয়ে ম্যাডিসন ৬-৩, ৬-১ ও ৬-৩ গেমে হারান রিবকোভাকে।