স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরেছিল মোহামেডান। কিংস অ্যারেনায় ঘটনাবহুল সেই ম্যাচের শোধ আজ শুক্রবার নিল সাদা-কালোরা। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। ম্যাচে ৭০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে মোহামেডান।
শুক্রবার ম্যাচ হওয়ায় কুমিল্লার মাঠটিতে আজ দর্শক হয়েছে প্রচুর। লিগের সেরা দুই দলের লড়াইয়ে ছিল বাড়তি রোমাঞ্চ। ম্যাচের ২১ মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে লাল কার্ড দেখলেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। বাকি সময়টুকু দশজন নিয়ে খেলতে হয় মোহামেডানকে। তার বদলে মাঠে নামেন গোলকিপার সাকিব আল হাসান।
দশ জনের দল হওয়ায় রক্ষণে এদিন শক্তি বাড়ায় মোহামেডান। বদলি নেমে দারুণ কিছু শট ঠেকিয়ে দেন সাকিব। কিছু সেভ ছিল অবিশ্বাস্য। প্রথমার্ধে কোনো গোল করা ছাড়াই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দ নিয়ে খেলা শুরু করে মোহাডেমান। এই অর্ধে ফরোয়ার্ড ইমানুয়েল সানডের বদলে রহিমউদ্দিনকে মাঠে নামান কোচ আলফাজ। তাতে আক্রমণের ধার আরও বাড়ে। ম্যাচের ৫৮ মিনিটে গোল দিয়ে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। দিয়াবাতের উদ্দেশে অনেকটা নিচ থেকে রহিমউদ্দিন দারুণ এক থ্রু বাড়িয়েছিলেন। মালির এই ফুটবলার কিংসের নাইজেরিয়ান ডিফেন্ডার ইজেহকে বোকা বানিয়ে বল সোজা ঠেলে দেন গোলে।
গোল পেয়ে আরও সতর্ক হয়ে যায় মোহামেডান। কারণ, ১-০ গোলে এগিয়ে থেকেও সর্বশেষ তিনটি কাপ ফাইনালে কিংসের বিপক্ষে হেরেছে মোহামেডান। তবে এই ম্যাচে তেমন কিছু হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। তাতে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল সাদা-কালোরা।