তারেক রহমানের পক্ষ থেকে ৫হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদাণ

11
Spread the love

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপালে ৫হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ ও তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী ২২জন বিশেষজ্ঞ ডাক্তার এ ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কৃষবিদ শামীমুর রহমান শামীম বলেন, তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিএনপির আয়োজন করা এ ফ্রি চিকিৎসা সেবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তামিমসহ অন্যান্যরা।