ইসলামি বিশ্বের প্রতি ঐক্যের ডাক তুরস্কের প্রেসিডেন্ট

9
Spread the love


আন্তর্জাতিক ডেস্ক।।

গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসলামি বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্ক ইসলামি বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি। তার দেশ ইতোমধ্যে গাজা ও লেবাননে ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে বলেও উল্লেখ করেন এরদোয়ান। শুক্রবার (২৯ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স