আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ: তুহিন

11
Spread the love


।। খবর বিজ্ঞপ্তি।।
আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ কওে খুলনা মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে শিক্ষাদীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে। সঠিক নেতৃত্ব দিয়ে তারা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে। বলা হয়ে থাকে, শিশুকে শৈশবে যা শেখানো ও দেখানো হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সেটা হওয়ার স্বপ্ন দেখে।


শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে খুলনা বিভাগীয় জাদুঘরের মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথঅ বলেন। তিনি আরো বলেন, পরিবেশের সঙ্গে শিশুদের অভ্যাস বা স্বভাব গড়ে ওঠে। পরিবেশের চারপাশে ভালো-মন্দ যা দেখে, শিশুরা তার প্রতি খুব সহজেই আকৃষ্ট হয়ে যায়। তাই শিশুদের খারাপ পরিবেশ থেকে দূরে রেখে ভালো পরিবেশে যত্ন নেওয়া উচিত। যেখানে নৈতিকতা বজায় থাকে। শিশুরা ভুল করলে তাদের ধমক দিতে নেই। কারণ, তারা ধমক দেওয়া মানুষকে ভালোবাসে না ও এড়িয়ে চলে। তাই শিশুদের ধমক না দিয়ে সুন্দর ভাষায় বোঝানো, যাতে তারা ভুল বুঝতে পারে এবং ভালোর দিকে আকৃষ্ট হয়। আর শিশুদের ভালো কাজে প্রশংসায় উৎসাহিত করে তোলার মাধ্যমেও তারা আরও নৈতিক হয়ে ওঠে।


মা-বাবার উচিত শিশুরা যাতে শৈশব থেকেই ভালো বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। শিশুরা বয়সের সঙ্গে বেড়ে ওঠার মধ্য দিয়ে তাদের সুন্দর স্বপ্ন দেখানো উচিত। যেন তারা আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে। দেশের সেরা লেখক, শিক্ষক, গবেষক, চিকিৎসক ও বৈজ্ঞানিক হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখানো উচিত। সুন্দর স্বপ্ন দেখার জন্য তাদের বিখ্যাত মানুষদের বই পড়া উচিত ও তাদের সঙ্গে দেখা হলে নানা বিষয়ে কথা বলতে দেওয়া উচিত। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন আয়োজিত এবং সৃজনী শিশু শিক্ষালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অধ্যক্ষ আতিকুর রহমান রুম্মান। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক কে,এম,হুমায়ূন কবীর, জাসাস খুলনা মহানগর আহবায়ক ইঞ্জি. নূর ইসলাম বাচ্চু এবং জাসাস খুলনা মহানগর ভার: সদস্য সচিব কে এম এ জলিল। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি।
#