স্পোর্টস ডেস্ক।।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নতুন ইতিহাসের জন্ম দিল দিল্লি। দলটির অধিনায়ক আয়ুশ বাদোনি মনিপুরের বিপক্ষে টুর্নামেন্টের একটি ম্যাচে বোলিং করিয়েছেন তিনিসহ দলের সবাইকে। টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে নয়জনের বেশি বোলিং করার ঘটনা এই প্রথম।
আজ শুক্রবারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লির বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে মনিপুর। একপর্যায়ে ৪১ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছিল দলটি। পরে সপ্তম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে দলের রান এক শ পার করেন অধিনায়ক রেক্স সিং (২৩) ও উইকেটকিপার ব্যাটার শাহ (৩২)।
দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মায়াঙ্ক রাওয়াত। ৩ ওভারে ৩১ রান হজম করেন তিনি। এক শাহ-ই তার বলে তিনটি ছক্কা হাঁকান। দিল্লির উইকেটকিপার আরিয়ান আরানা এক ওভারে ১৪ রান দেন। এছাড়া আরিয়ান রানা ১০ এবং হিম্মত সিং ১১ রান খরচ করেন।
দিল্লির হয়ে এদিন উইকেট পেয়েছেন হারশ ত্যাগি (২/১১), দিগবেশ রাঠি (২/১১), আয়ুশ সিং (১/১১), আয়ুশ বাদোনি (১/৮), এবং প্রিয়ানশ আরিয়অ (১/২)। অন্যদের মধ্যে বোলিং করেন যশ ধুল, অখিল চৌধুরী ও অনুজ রাওয়াত।
জবাব দিতে নেমে ৯ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় দিল্লি। এর মধ্যে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৫৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন যশ ধুল। এক পর্যায়ে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে দিল্লি। তবে পঞ্চম উইকেটে পঞ্চম উইকেটে মায়াঙ্ক রাওয়াতের সঙ্গে ৪০ রান ও পরে আরিয়ান রানার সঙ্গে ৪১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথ দেখান ধুল।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত দিল্লি। এর আগে কাশ্মিরকে ৩৫ রানে ও হারিয়ানাকে ৬ উইকেটে হারায় দলটি।
এমন অদ্ভূতুরে কর্মকাণ্ডের কারণে দিল্লিকে ধুয়ে দিয়েছেন সাবেক ভারতীয় বোলার দোদ্দা গনেশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘পেশাদার ক্রিকেটে এটা এক ধরনের কৌতুক। দিল্লির এটা করার দরকার ছিল না।’