স্পোর্টস ডেস্ক।।
ইনিংসের প্রথম ওভারে উইকেট হারালেও আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকির ১৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হাফ-সেঞ্চুরির পর কালাম প্যাভিলিয়নে ফিরলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তামিম। তার দুর্দান্ত সেঞ্চুরিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার (২৯ নভেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন তামিম।
নতুন বলে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলেই প্যাভিলিয়নে ফেরেন আবরার। ৫ বল মোকাবিলায়ও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
শুরুর ধাক্কা সামলে দলকে টেনে তোলেন তামিম ও কালাম। তাদের ১৪২ রানের জুটিতে শক্ত ভিত পায় টাইগার যুবারা। তবে ১১০ বলে ৬৬ রান করে ফেরেন কালাম।
ফিফটির কালাম ফিরলেও ঠিক তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তামিম। দেখেশুনে দলীয় রানের চাকা সচল রাখার পর সুযোগ বুঝে ব্যাটিংয়ের ধরনও পাল্টে ফেলেন। সেঞ্চুরির মাইলফলক ছুঁতে ১৩২ বল নেন। তবে সেঞ্চুরির পর আর ক্রিজে থিতু হতে পারেননি।
অধিনায়কের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে উঠতে পারেনি। ফলে, শেষটা রঙিন হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।