ঢাকা অফিস।।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা হলেন- বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাশ।
শুক্রবার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, আদালতে পুলিশের ওপর হামলা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনজনের একজন আইনজীবী হত্যায় ধারালো অস্ত্র নিয়ে অংশ নিয়েছিলেন। এ নিয়ে ৩৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত ৯ জন রয়েছে। তবে আইনজীবী হত্যায় এখনো মামলা হয়নি।
গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় আইনজীবীদের গাড়ি ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে মিছিল বের করেন কিছু আইনজীবী। তখন চিন্ময় অনুসারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেসময় মিছিল শেষে ফেরার পথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান সাইফুল। তখন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।