কনোলির ইনজুরিতে কপাল খুলেছে জশ ফিলিপের

6
Spread the love


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে এই স্কোয়াডে থাকা কুপার কনোলি চোট পেয়ে ছিটকে পড়ায় জশ ফিলিপের কপাল খুলেছে। কেননা এই কিপার-ব্যাটারের প্রায় এক বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার সম্ভাবনা জেগেছে।

গতকাল রবিবার পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করার সময় চোট পান কনোলি। যেখানে পেসার মোহাম্মদ হাসনাইনের শর্ট বল পুল করতে গিয়ে গড়বড় করে ফেলেন কনোলি, বল ছোবল দেয় তার গ্লাভসে। এক বল পর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। কনোলির পরে স্ক্যানে আহত স্থানে চিড় ধরা পড়ে।

ফিলিপ এই সংস্করণে দেশের হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছেন। যার সবশেষটি গত ডিসেম্বরে ভারত সফরে।

আগামী বৃহস্পতিবার ব্রিজবেনে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু। পরের দুই ম্যাচ সিডনি ও হোবার্টে, আগামী ১৬ ও ১৮ নভেম্বর।