‘সাকিবের দেশে ফেরার ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি’

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তবে দেশের মাটিতে শেষবারের মতো সাদা পোশাকে নামতে চান এই তারকা অলরাউন্ডার। এছাড়া আসছে বিপিএলেও তার সঙ্গে চুক্তি করেছে চিটাগং কিংস। তবে নিরাপত্তার ইস্যু থাকায় তার দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে সাকিব কি অংশ নিতে পারবেন বিপিএলে? চিটাগং কিংসের মালিকপক্ষ এই অবস্থায় জানায়, সাকিব দেশে ফিরবেন বলেই তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

জানা যায়, সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২/১ দিনের মধ্যেই সাকিবের দেশে আসার কথা। কেননা আগামী ২১ অক্টোবর ঢাকায় শুরু হবে প্রথম টেস্ট। ওই টেস্ট সিরিজ খেলে সাকিব হয়তো দেশ ছাড়বেন। তবে ডিসেম্বরে বিপিএল খেলতে ফের দেশে আসতে হবে বাঁহাতি অলরাউন্ডারকে।

আজ সোমবার চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি মালিক সামির কাদের চৌধুরী সাকিবের ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে, সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এছাড়া আমরা রংপুরের সঙ্গেও আলাপ করেছি সাকিবের সাথে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কিনা। সেখান থেকে ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি, তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

এদিকে চিটাগং কিংসে বেশ শক্তিশালী দল গড়েছে। এবার এই দলটিতে একসঙ্গে খেলবেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। গত ওয়ানডে বিশ্বকাপে ম্যাথুজকে ‘টাইমড আউট’ করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিতে আরও আছেন অলরাউন্ডার মঈন আলী। তাছাড়া মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, খালেদ আহমেদ ও আলিস আল ইসলামকেও দলে নিয়েছে চট্টগ্রাম।

সামির কাদের চৌধুরী দল গঠনে সাকিবের ভূমিকার কথাও জানিয়েছেন, ‘সে (সাকিব) দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছে।’

দীর্ঘ দশ বছর পর বিপিএলে ফেরা চট্টগ্রাম প্রত্যাশা করছে দারুণ কিছু করার। সামির কাদের চৌধুরী বলেছেন, ‘সবার সম্মিলিত পরিকল্পনায় দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর ধরে অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশাকরি, সবার আশা পূরণ করতে পারবো।’

চিটাগাং কিংস

দেশি: শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব

বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল

ড্রাফটের আগে: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।