স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আজ সোমবার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার ও ৪৪০ জন বিদেশি ক্রিকেটার খেলার আগ্রহ দেখান।
তবে ড্রাফট শেষে অবিক্রিত থেকেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, রুবেল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও শুভাগত হোম উল্লেখযোগ্য।
ক্যাটাগরি ‘সি’–তে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক। তবে সেখানে থাকা ২২ জনের মধ্যে এ দুজনই কেবল দল পাননি। গত আসরেও মুমিনুল দল না পাওয়ার পর রংপুর রাইডার্স আসরের মাঝপথে স্কোয়াডে যুক্ত করে। তবে খেলেছিলেন মাত্র এক ম্যাচ।
মোসাদ্দেক হোসেন গত আসরে খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে। যদিও এবার দলটি নাম ও মালিকানা পরিবর্তন করে এসেছে। গত আসরে অলরাউন্ডার মোসাদ্দেক ৯ ম্যাচ খেলে বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৯ ম্যাচে মাত্র ৯১ রান এবং ৩টি উইকেট পেয়েছেন।
রুবেল হোসেন এক সময় তিন সংস্করণেই জাতীয় দলের অটো চয়েজ ছিলেন। ডানহাতি এই পেসার এখন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। তবে বিপিএলের মতো গ্ল্যামারাস আসরে দল পেলেন না এই পেসার।
এদিকে বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপুকে নিতেও আগ্রহ দেখায়নি কোনো দল। যদিও বাংলাদেশের মতো কন্ডিশনে বেশ কার্যকরী এই স্পিনার। দল পাননি শুভাগত হোমও। গত আসরেও বিপিএলে খেলেছেন এই অলরাউন্ডার। তবে এবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
তবে ড্রাফটে দল না পেলেও অবিক্রিতীত খেলোয়াড়দের এখনই সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফ্র্যাঞ্চাইজি ইচ্ছা করলে এখনও তাদের দলে নিতে পারবে।