দক্ষিণের সঙ্গে সংযোগের একাংশ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া

2
Spread the love


অনলাইন ডেস্ক


দুই কোরিয়ার সীমান্তের কাছে আন্তঃকোরিয়া সড়ক এবং রেললাইনের একাংশ উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। উত্তরের এ কর্মকাণ্ডে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।

পিয়ংইয়ং এর আগে সতর্ক করেছিল, তারা দক্ষিণের সঙ্গে সম্পূর্ণরূপে নিজেদের ভূখণ্ড বিচ্ছিন্ন করবে। খবর সিএনএনের।

গণমাধ্যমে পাঠানো বার্তায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, গতকাল দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ থাকা উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের রাস্তা এবং রেললাইনের কিছু অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত রেখার দক্ষিণ অংশে সতর্কীকরণ গুলি ছোড়ে। যদিও বিস্ফোরণে সিউলের সীমান্তের অংশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সিউলের মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে। এ ছাড়া উত্তর কোরিয়ার বারবার এমন আচরণ করা দুঃখজনক বলেও মন্তব্য করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম।

বিস্ফোরণের আগে দক্ষিণ কোরিয়ার দিকে কালো বেড়া দিয়েছিল উত্তর কোরিয়া। এ ধ্বংসের ফলে যোগাযোগের খুব বেশি পরিবর্তন ঘটছে না। কারণ দীর্ঘ সময় ধরে এ রাস্তাগুলো ব্যবহৃত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব রয়েছে, বিশেষ করে দুই কোরিয়ার নেতাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে। উত্তর কোরিয়া সীমান্ত বরাবর এলাকায় আরও ভূমিমাইন পাতছে এবং বেষ্টনী দিচ্ছে।