খবর বিজ্ঞপ্তি,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করেছেন। সোমবার রাতে তিনি খুলনা প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির আহবায়ক এনামুল হক, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মো. জহিদুল ইলামাম, শেখ আব্দুল হামিদ ও আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের ইউজার সদস্য রকিবুল ইসলাম মতি, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, যুবদলের কেন্দীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাাদক মোঃ বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান, খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।