হলিউড ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় আলিয়া

2
Spread the love


বিনোদন ডেস্ক

বলিউডের সারাজাগানো নায়িকাদের হলিউডেও কাজের অভিজ্ঞতাও রয়েছে। ঐশ্বরিয়া রাই হলিউডে সিনেমা করে সুনাম কুড়িয়েছেন। দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াংকা চোপড়াও কাজ করেছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট।

তিনি হলিউডে ‘হার্ট অফ স্টোন’ ছবিতে অভিনয় করেন । ২০২৩ সালে ছবিটি মুক্তি পায়। এ ছবির শুটিং যখন চলছিল, ঠিক তখনই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। ছবিটি সমালোচক মহলে খুব একটা সাড়া জাগাতে পারেনি। ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহার। সন্তান জন্মের পর তেমন একটা বিরতি নেননি আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘জিগরা’।

কিন্তু আবার প্রশ্ন উঠছে— কবে আলিয়াকে ফের দেখা যাবে হলিউডে? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন এ অভিনেত্রী। সম্প্রতি ননদ কারিনা কাপুর খানের সঙ্গে কথোপকথনে আলিয়া স্পষ্টই জানান— যখন তখন হলিউডে কাজ করতে চলে যাওয়া এখন আর তার পক্ষে সম্ভব নয়। বোঝা যায় তার ইঙ্গিত সংসার ও সন্তানের দিকেই।

আলিয়া বলেন, আমি যে এ বিষয়ে ভাবছি না, তেমন নয়। তবে এটা সময়ের ওপর নির্ভর করে। এ মুহূর্তে ব্যাগ গুছিয়ে তিন-চার মাসের জন্য শুটিংয়ে চলে যাওয়াটা কঠিন। এখন আর এভাবে দীর্ঘদিন বাইরে থাকতে পারি না। এ অভিনেত্রী বলেন, তিনি কোনো সিদ্ধান্তই ঝোঁকের মাথায় নেন না। হলিউডে কাজ করা প্রসঙ্গে আলিয়া বলেন, চিত্রনাট্য এবং সময়ের ওপর নির্ভর করবে কাজটি করব কিনা। ঝোঁকের মাথায় যে কোনো কাজ করব না। ব্যক্তিগত ও পেশাগতজীবনের ওপর কী প্রভাব পড়বে সেটিও দেখতে হবে।

যদিও এর আগে মেয়েকে দেখাশোনার বিষয়ে রণবীর কাপুর কতটা পারদর্শী সে কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। এমনকি রণবীর নিজেও জানিয়েছিলেন তারা দুজনে একসঙ্গে কাজে যান না। একজন কাজে গেলে অন্যজন মেয়ের কাছে থাকার চেষ্টা করেন।

এ প্রসঙ্গ তুলে আনেন কারিনাও। তিনি মজা করেই আলিয়াকে বলেন, রণবীর নিশ্চয়ই খুব খুশি মনে বাড়িতে থেকে যাবে, যদি আলিয়া কাজে যান। সম্মতি জানান আলিয়াও।