বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের যত রেকর্ড

15
Spread the love


স্পোর্টস ডেস্ক

টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও সবকটি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৯৭ রানের পর্বতপ্রমাণ সংগ্রহ তোলে ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে বাংলাদেশ। টাইগারদের হার দেখতে হয় ১৩৩ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ জয়।

২৯৭ রানের পর্বতপ্রমাণ সংগ্রহ টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ২৭৮ রান করেছিল আফগানিস্তান। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল তারা।

সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ আমলে নিলে আজকের ভারতের ইনিংস অবশ্য দুই নম্বরে থাকবে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এখনো নেপালের। গত বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল পাহাড়ঘেরা দেশটি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে আজকের ইনিংসটি ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে ২৬০ রান করেছিল ভারত।

নিচে দেখে নেওয়া যাক ভারত আরও যত রেকর্ড গড়েছে।

২৩২

চার-ছক্কাতেই ২৩২ রান তুলেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা বিশ্ব রেকর্ড। আগের রেকর্ড ২১২, ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের।

২২

  • ভারতের ইনিংসে ছক্কা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ১৫টি ছক্কা মেরেছিল ভারত, দিল্লিতে আগের ম্যাচেই।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ভারতের চেয়ে বেশি ছক্কা মেরেছে শুধু দুটি দল—নেপাল (২৬) ও জাপান (২৩)।

স্যামসন-সূর্যকুমারের ১৭৩ রানের জুটি…

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটেই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৬৮, ২০২২ বিশ্বকাপে সিডনিতে দ্বিতীয় উইকেটেই দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও রাইলি রুশোর।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯০*, এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম উইকেটে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি দ্বিতীয় উইকেটে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯৩, এ বছরের ফেব্রুয়ারিতে কীর্তিপুরে নামিবিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের সিব্রান্ড এঙ্গেলব্রেখট ও মাইকেল লেভিটের।

১৫.০৪

  • স্যামসন-সূর্যকুমারের জুটিতে ওভারপ্রতি রান। বাংলাদেশের বিপক্ষে শতরানের জুটিতে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ১৩.৫০—দিল্লিতে আগের ম্যাচেই করেছিলেন ভারতের নীতীশ রেড্ডি ও রিংকু সিং।
  • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ছাড়ানো জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান রেট। ২০২৩ এশিয়াডে মঙ্গোলিয়ার বিপক্ষে ওভারপ্রতি ১৭.৮১ গড়ে ১৯৩ রান করেছিলেন নেপালের কুশল মাল্লা ও রোহিত পৌডেল।

১১১

সঞ্জু স্যামসনের ১১১, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১২৩, ২০১২ সালে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের।

১১

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১টি চার মারলেন স্যামসন। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড এটিই।

৪০

সেঞ্চুরি ছুঁতে সঞ্জু স্যামসনের খেলা বল, যা বাংলাদেশের বিপক্ষে ও ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের (৩৫ বল)। ভারতের দ্রুততম রোহিত শর্মার, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে।

৬৬

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন তানজিম হাসানের। আগের রেকর্ড ছিল রুবেল হোসেন ও মাশরাফি বিন মুতর্জার—৬৩ রান।