খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি

15
Spread the love


তথ্য বিবরনী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স এর একটি টিম শনিবার সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতায় কাঁচাবাজার তদারকি করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মীর আলিফ রেজার নেতৃত্বে একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশসহ বিভিন্ন রকমের মাছ ও মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন দোকানের মালিকদের সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়। বাজার তদারকির সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবসহ সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।