স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ ওয়ার্ডে নাগরিকদের বিভিন্ন সেবা দিতে ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (২ অক্টোবর) কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত দপ্তারাদেশে কর্মকর্তাদের এই দায়িত্ব প্রদান করা হয়। এ সব কর্মকর্তারা ওয়ার্ডের নাগরিকদের নাগরিত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন।
কেসিসি সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর দেশের ১২টি সিটি করপোরেশনের মতো কেসিসির ৩১টি ওয়ার্ডের সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের সব কাউন্সিলরকে অপসারণ করা হয়। ফলে গত ৫ দিন কাউন্সিলর ছাড়াই চলতে থাকে কেসিসির কার্যক্রম। এতে নগরবাসীর বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সেবা কার্যক্রম চালু রাখতে নগরী ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারি, ২ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী আজিজুন নাহার বেলা, ৩ নম্বর ওয়ার্ডে কঞ্জারভেন্সি অফিসার অহিদুজ্জামান খান, ৪ নম্বর ওয়ার্ডে নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, ৫ নম্বর ওয়ার্ডে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, ৬ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে বাজেট কাম অ্যাকাউন্ট অফিসার মো. মনিরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ডে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ৯ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী এফ এম ফয়সাল, ১০ নম্বর ওয়ার্ডে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাাফিজুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডে ড্রাফটম্যান আসমাউল হুসনা, ১২ নম্বর ওয়ার্ডে সহ সুপারভাইজিং ইন্সপেক্টর জিয়াউর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে এস্টিমেটর কাজল রানী দাস, ১৪ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ কর্মকর্তা আবদুল মাজেদ মোল্লা, ১৬ নম্বর ওয়ার্ডে চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ১৭ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, ১৮ নম্বর ওয়ার্ডে স্থপতি রেজবিনা খানম, ১৯ নম্বর ওয়ার্ডে আই টি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, ২০ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, ২১ নম্বর ওয়ার্ডে অডিট অফিসার ইমরান হোসেন ২২ নম্বর ওয়ার্ডে কালেক্টর অব ট্যাক্সেস তপন কুমার নন্দী, ২৩ নম্বর ওয়ার্ডে ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, ২৪ নম্বর ওয়ার্ডে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ডে সহকারী কঞ্জারভেন্সি অফিসার আব্দুর রকিব, ২৭ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম এ ওয়াদুদ, ২৯ নম্বর ওয়ার্ডে চীফ অ্যাসেসর শেখ হাফিজুর রহমান, ৩০ নম্বর ওয়ার্ডে প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ ও ৩১ নম্বর ওয়ার্ডে উপ-সহকারী প্রকৌশলী রনি জামিল চৌধুরী।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তারাদেশে এই দায়িত্ব বন্টন করা হয়।