স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে হয়তো নিজের শেষ দেখে ফেলেছেন সাকিব আল হাসান। কেননা এই তারকা অলরাউন্ডার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে সাদা পোশাকে অবসর নিতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে ভারতের বিপক্ষে কানপুর টেস্টটিই তার সমাপ্তি অনেকে মনে করেন।
তবে টেস্ট ফরম্যাটে সাকিব যে ভারতের বিপক্ষে শেষবারের মতো মাঠে নেমেছেন এটা মোটামুটি নিশ্চিত। ফলে বিরাট কোহলির সঙ্গে তার টেস্টে শেষবার দ্বৈরথ দেখা গেল। দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাট হাতে ছুটতে দেখা যায় কোহলিকে। পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। কোহলি তখন সাকিবের কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন।
এর আগে বৃষ্টির কারণে আড়াই দিনের কম সময়ে নেমে আসা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।