স্পোর্টস ডেস্ক
ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আজ মঙ্গলবার টেস্ট সিরিজ শেষ হয়েছে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে অংশ নিতে টি-টোয়েন্টি দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
টেস্ট দলে না থাকা ক্রিকেটার যারা টি-টোয়েন্টি খেলবেন, তাদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবরা। অবশ্য দলে না থেকেও এবাদত হোসেন রয়েছেন এই বহরে।
এদিকে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।