ফিফার পেজে বাংলাদেশের হামজা

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরীকে খেলানোর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লেস্টার সিটির এই মিডফিল্ডারের এখন লাল-সবুজের জার্সিতে খেলা কেবল সময়ের অপেক্ষা।

এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পেজে উঠে আসলেন হামজা। ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।

এত দিন বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। এবার বাংলাদেশি পরিচয়ে ইংলিশ লিগে খেলছেন এই মিডফিল্ডার। ফলে এই প্রথম বাংলাদেশি কোনো ফুটবলার ইংলিশ লিগে খেলছেন!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।