খবর বিজ্ঞপ্ত
খুলনা প্রেসক্লাবের নবগঠিত অন্তর্বতীকালীন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, আহমদ মুস রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রানা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি দেবব্রত রায় ও আরজি উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, সাগর সরকার ও মো. হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা, সদস্য এস এম বাহাউদ্দিন, ওবায়দুল হক তালুকদার, গাজী সেলিম, শাহ পাভীন শিল্পি , মোঃ জাহিদ প্রমুখ।