আন্তর্জাতিক ডেস্ক ||
ইসরায়েলি বাহিনী কয়েক মাস ধরেই দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছে। তারা গোপন অভিযানে হিজবুল্লাহ সুড়ঙ্গ এবং বাড়ির চিচে অস্ত্রের ভাণ্ডার চিহ্নিত করেছে। শুধু তাই নয়, তারা হিজবুল্লাহর আক্রমণের গোপন পরিকল্পনাও জানতে পেরেছে। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ তথ্য জানালো তেল আবিব।
হাগারি জানান, ইসরায়েলের গোপন অভিযানে পাওয়া তথ্যের বিস্তারিত প্রকাশ করা হবে। এই ধরনের কয়েক ডজন অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা এবং গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি হামাসের নেতৃত্বে যে হামলা চালানো হয়েছিল তার অনুরূপ একটি হামলা চালানোর বিশদ পরিকল্পনা ফাঁস হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সেনারা হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামোতে প্রবেশ করেছে; হিজবুল্লাহর লুকানো অস্ত্রের ভাণ্ডার উন্মোচিত করেছে এবং ইরানের তৈরি অস্ত্রসহ উন্নত অস্ত্রগুলো জব্দ ও ধ্বংস করেছে।’