স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত রূপসা ফেরিঘাট দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা ক্যাশ থেকে নগদ ২০ হাজার টাকা লুট ও সিসি ক্যামেরা খুলে নেয়। শনিবার সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। আজ রোববার এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে কেসিসি।
কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাহ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে ৩০/৪০ জনের দুর্বৃত্ত কেসিসির ঘাটে চড়াও হয়। তারা টোল প্লাজায় প্রবেশ করে স্টাফ মোহিদুলের মোবাইল ছিনিয়ে নেয়। ক্যাশে রক্ষিত নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি বলেন, ৫ আগস্টের আগে
আন্দোলনে ঘাটের সকল সিটি ক্যামেরা নস্ট হয়ে যায়। গত কয়েক দিন আগে নতুন করে আবারো সিটি ক্যামেরা স্থাপন করা হয়। সেই ক্যামেরাগুলো দুর্বৃত্তরা খুলে নিয়ে গেছে। তারা পুরো ঘাট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ছুটির দিন থাকায় বিষয়টি তিনি কেসিসির উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করেছেন। অফিস খোলার পর আজ রবিবার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০০৫ সাল থেকে কেসিসি এই ঘাটের টোল আদায় করে আসছে বলে তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ১/২০০৩/২৬২ (৫২৭২) নং স্মারকের নীতিমালার আলোকে রপসা খেয়াঘাটের ব্যবস্থাপনার দায়িত্ব খুলনা সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত করা হয়। তথাপিও রুপসা/খানজাহান আলী ব্রীজ চালু হওয়ার পর ১২/০৬/২০০৫ তারিখে এফ-৫/১৬৬৪ নং স্মারকে সড়ক ও জনপথ বিভাগের মালিকানধীন পশ্চিম রুপসা ফেরিঘাট, ঘাট সংলগ্ন চত্বর ও সন্নিহিত এলাকার জায়গা খুলনা সিটি কর্পোরেশনকে ব্যবহারের অনুমতি প্রদান করে স্থানীয় সরকার বিভাগ।