স্পোর্টস ডেস্ক
সাউথ্যাম্পটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হারের জয়ে ফিরল এরিক টেন হাগের শিষ্যরা।
আজ শনিবার প্রতিপক্ষের মাঠে মাটাইস ডি লিখট দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে ১০ জন নিয়ে খেলা সাউথ্যাম্পটনের জালে তৃতীয় গোলটি করেছেন আলেহান্দ্রো গার্নাচো।
এদিন ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। জির্কজির নিচু শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক অ্যারন র্যামসডেল। তবে, ওই কর্নারেই জালের দেখা পেয়ে যায় সফরকারীরা। ছোট করে কর্নার কিক নেন ক্রিস্টিয়ান এরিকসেন। বল ধরে বক্সে ক্রস বাড়ান ব্রুনো ফের্নান্দেস, আর লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন ডি লিখট।
৬ মিনিট পর ব্যবধান দিগুণ হয় রেড ডেভিলদের। আমাদ দিয়ালোর পাস ধরে শট নেন র্যাশফোর্ড, অনেক খেলোয়াড়ের মধ্য দিয়ে বল পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। চলতি মৌসুমে এটাই তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে র্যাশফোর্ডের বদলি নামা গার্নাচোকে ৭৯তম মিনিটে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সাউথ্যাম্পটন অধিনায়ক জ্যাক স্টিফেন্স। তাতে দলটির ওপর আরও চেপে বসে ইউনাইটেড। শেষ দিকে পেয়ে যায় তৃতীয় গোলের দেখা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দালোতের পাস ধরে গোলটি করেন তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো।
দারুণ এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।