লেখক-সাংবাদিক উর্মি রহমানের ইন্তেকাল

5
Spread the love


ঢাকা অফিস।।
বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক উর্মি রহমান মারা গেছেন। আজ শনিবার ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। উর্মি রহমানের বন্ধু মানবাধিকারকর্মী সীমা মোসলেম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

উর্মি রহমানের জন্ম খুলনায়। তবে তাঁর বেড়ে ওঠা রাজধানীর আজিমপুরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন।

উর্মি রহমানের সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদ দিয়ে। সংবাদ ছাড়াও তিনি পিআইবি, উইকলি হলিডে এবং বিবিসি রেডিওতে কাজ করেছেন। সাপ্তাহিক বিচিত্রায় তিনি টিভি অনুষ্ঠানের সমালোচনা লিখতেন। দৈনিক জনকণ্ঠে তিনি কলামও লিখতেন। প্রায় এক যুগ ধরে স্বামী সাগর চৌধুরীকে নিয়ে সঙ্গে কলকাতায় বাস করছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি উর্মি রহমান গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনিও লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো-ব্রিকলেন: ‘বিলেতের বাঙালিটোলা’, ‘পাশ্চাত্যে নারী আন্দোলন’, ‘সমান্তরাল, ‘অতিথি’, ‘এদেশে বিদেশে’ ‘বি ইজ ফর বাংলাদেশ’।