ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি!

16
Spread the love


বিনোদন ডেস্ক।।

দেশের গণ্ডি পেরিয়ে টলিউডে ছবিতে অভিষেক হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির। গত মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে বাকি আছে ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি।

পরীমণি বললেন,আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

ফেলুবকশি ছবিতে কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন পরীমণি। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ তিনি।

অভিনেত্রী জানান, নতুন এই সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করেই এই খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

গত ৮ আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হওয়ার কথা ছিল নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। তবে তখন দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সিরিজটিতে পরী মণিকে দেখা যাবে সুপ্তি চরিত্রে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি মুক্তির কথা রয়েছে।