স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামীকাল রবিবার ভারত সফর করছে বাংলাদেশ। যেখানে টেস্ট দিয়ে শুরু হবে সফরটি। আর এবারই ভারতকে প্রথমবার টেস্টে কোচিং করাবেন গৌতম গম্ভীর। তার আগে অবশ্য আবারও বিরাট কোহলি ও ভারতীয় কোচের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার পীযূষ চাওলা সাফ জানিয়েছেন, গম্ভীর এবং কোহলির মধ্যে এখন কোনো ঝামেলা নেই।
পীযূষ ইউটিউবের একটি অনুষ্ঠানে বলেছেন, ‘একবার আমি এবং গৌতি ভাই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল, কোহলি ৫০তম শতরান করার সময় কার বলে রান নিয়েছিল? আমি বলতে পারিনি। কিন্তু গৌতি ভাই সঠিক উত্তর দিয়েছিল। তার পরেই বলেছিল, ‘এখন নিশ্চয়ই আপনারা আর বলবেন না যে, আমাদের মধ্যে কোনো ঝামেলা রয়েছে’। আসলে গৌতি ভাই আলাদা একটা মানুষ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা।’
এদিকে গম্ভীর কোচ হওয়ায় ভারতীয় ক্রিকেটের মঙ্গল হয়েছে বলে চাওলা বলেন, ‘গৌতি ভাইয়ের সবচেয়ে ভাল গুণ কোনটা জানেন? ও আপনাকে অনুপ্রাণিত করবে। খোলা মনে খেলতে দেবে এবং সারাক্ষণ পাশে থাকবে। যদি ও আপনার মধ্যে প্রতিভা দেখতে পায় তা হলে আপনার পাশে থাকবে। সে আপনি ১৪টা ম্যাচে যা-ই করুন না কেন। একজন ক্রিকেটারের পাশে দাঁড়ানো খুব বড় ব্যাপার।’
আগামী ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়।
এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।