বিনোদন ডেস্ক।।
রাজনীতিবীদ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পাওলি দাম– এই খবর অনেক আগেই প্রকাশ পেয়েছিল। এও জানা গিয়েছিল, ‘জুলি’ নামে একটি সিরিজে রাজনীতিকের চরিত্র তুলে ধরতে যাচ্ছেন আলোচিত এই অভিনেত্রী। এরপর শুটিং শুরু হওয়া থেকে শুরু করে এই সিরিজের বিষয়ে আর কোনো আওয়াজ শোনা যায়নি।
দর্শককে চমকে দিতেই অনেকটা চুপিসারে কাজ শেষ করে ফেলেছেন পরিচালক অরিত্র সেন। সেই পরিকল্পনা অনুযায়ী এবার বাস্তবেই দর্শককে চমকে দিয়েছেন ‘জুলি’ সিরিজের প্রথম ঝলক প্রকাশের মধ্য দিয়ে। প্রথম ঝলক দেখার পর পাওলির চরিত্র নিয়ে দর্শক কৌতূহল বেড়েই চলেছে। সেই কৌতূহল মেটাতেই ভারতীয় সংবাদমাধ্যমে সিরিজটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
পাওলি বলেছেন, নিজেকে কখনোই গ্ল্যামার চরিত্রের খোলসে বন্দি রাখতে চাইনি। অভিনীত সিনেমা ও সিরিজের জন্য কোনো ধরনের গল্প ও চরিত্র নির্বাচন থেকেই তা স্পষ্ট। তাই আরও একবার পর্দায় নিজেকে ভিন্ন রূপে তুলে ধরতে বেছে নিয়েছি ‘জুলি সিরিজের রাজনীতিকের চরিত্রটি।
পাওলি আরও জানিয়েছেন, ‘জুলি’ সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা এক নারীর গল্প। কীভাবে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে জুলি একজন রাজনীতিক হয়ে ওঠেন– সেই নাটকীয় ঘটনাই তুলে ধরা হয়েছে এই সিরিজে।
তাঁর কথায়, ‘ওয়েব দুনিয়ায় রাজনৈতিক থ্রিলার নতুন নয়, কিন্তু সেসব গল্প থেকে ‘জুলি’ অনেকটাই আলাদা মনে হবে। অরিত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকায় তাঁর গল্প উপস্থাপনের দৃষ্টিভঙ্গিও জানা ছিল। সে কারণেই ‘কালী’ সিরিজের পর আবারও তাঁর নির্দেশনায় কাজ করা।’
সিরিজটি দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পরিচালক জানিয়েছেন, আগামী মাসে ‘জুলি’ সিরিজটি আড্ডাটাইমস্-এ মুক্তি পাবে। যেখানে দর্শক নতুন ভূমিকায় দেখতে পাবেন পাওলিকে।