স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতির নিজ কার্যালয়ে ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠকের সময় উপস্থিত ছিলেন ওপেনার তামিম ইকবালও।
মূলত ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজজয়ী বেশিরভাগ ক্রিকেটারকে। ছিলেন-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের হয়ে পাকিস্তান সিরিজে না থাকা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। যদিও বিসিবির প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, কার্যালয়ে ঢুকছেন টেস্ট স্কোয়াডে থাকা তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানরাও।
আজ শনিবার ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ক্রিকেটারদের পাকিস্তান জয়ের বোনাস দেওয়ার পর সাংবাদিকেরা তাকে এ প্রশ্ন করেন। তিনি উত্তরে বলেছেন, ‘তামিম এসেছিল। আমি প্রেসিডেন্ট হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে এ রকম বসতে পারিনি। প্রথম কাজ হলো, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’
তিনি বলেন, ‘এখন যেহেতু কঠিন সময়, এতে আমাদের লিগগুলো, বিপিএল—এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে কী হতে পারে।’
তামিম যে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নেননি, সেটি উল্লেখ করে ফারুক আহমেদ বলেছেন, ‘আপাতত ক্রিকেটার (হিসেবেই এসেছেন তামিম)। অবসর নিয়েছে নাকি?’
এদিকে ক্রিকেটারদের বোনাসের প্রসঙ্গে ফারুক আহমেদের বক্তব্য, ‘আপনারা সবাই জানেন, আজকে ক্রিকেট বোর্ডেরই একটা অনুষ্ঠান ছিল। আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদিও পাকিস্তান সফরের ফলাফলের পর দেখা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন। আজকে তিনি বিশেষভাবে আলাদা করে দেখা করতে চেয়েছেন। আপনারা জানেন, কালকে দল ভারত সফরে চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সফর। এ জন্য মূলত আজ এ আয়োজন।’
বোনাসের একটা অংশ ক্রিকেটাররা বন্যায় ক্ষতিগ্রস্তের দিতে চান বলে জানান বিসিবি সভাপতি। তাঁর কথা, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে…২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।’