স্পোর্টস ডেস্ক
প্রথম সন্তান আগমনের ঘোষণা দিলেন সার্জিও আগুয়েরো ও তার প্রেমিকা সোফি কালজেত্তি। এই যুগলের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে অলিভিয়া।
আর্জেন্টিনার কিংবদন্তি এই স্ট্রাকারের অবশ্য এটি দ্বিতীয় সন্তান। যেখানে প্রয়াত দিয়েগো ম্যারাডোনার মেয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালে তার একটি পুত্র সন্তান হয়েছিল। বর্তমানে ১৫ বছর বয়সী সেই ছেলের নাম বেঞ্জামিন।
এর আগে গত মার্চে ৩৬ বছর বয়সী ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা ও তার মডেল বান্ধবী কালজেত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তারা সন্তানের আশা করছেন।
এবার এই যুগল ইনস্টাগ্রামে যৌথম একটি পোস্টে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর, ২০২৪। স্বাগতম অলিভিয়া। আমরা এই খুশির খবরটি ভাষায় প্রকাশ করতে পারছি না।