সেঞ্চুরি করে ১৪৭ বছরের ইতিহাসে যে নজির গড়লেন পোপ

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকা সিরিজে বেন স্টোকসের ইনজুরির কারণে ইংল্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে অবশ্য নিজের ছায়া হয়ে ছিলেন এই টপঅর্ডার ব্যাটার। তবে তৃতীয় টেস্টেই ঘুরে দাঁড়ান। করেন অন্য এক সেঞ্চুরি।

কেনিংটন ওভালে গতকাল শুক্রবার টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২১ রান। যেখানে অপরাজিত সেঞ্চুরি করেছেন পোপ। পোপের অধিনায়ক হিসেবে এটি প্রথম সেঞ্চুরি। তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পোপ খরচ করেছেন ১০২ বল। যা টেস্টে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গ্রাহাম গুচের দখলে। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এদিকে এই সেঞ্চুরির মাধ্যমে বিরল একটা রেকর্ড গড়েছেন পোপ। টেস্ট ক্যারিয়ারে সব মিলিয়ে পোপের এটি সপ্তম সেঞ্চুরি। আর সাতটি সেঞ্চুরি তিনি করেছেন ভিন্ন ভিন্ন সাতটি দেশের বিপক্ষে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি।

প্রথম দিনে কেনিংটন ওভালে বৃষ্টি ও আলোকস্বল্পতায় খেলা হয়েছে ৪৪.১ ওভার। পোপের সঙ্গে ৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন হ্যারি ব্রুক।