স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসান দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার তিনি নগরীর সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় তাঁর স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি জিডি করেছেন। কদরুলের স্ত্রী শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, আমার স্বামী খুলনার সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। এর পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করেন। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তাঁর সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হলে সে জানায়, আমি বন্যার্তদের ত্রাণের কাজে ব্যস্ত আছি। দ্রুত বাসায় ফিরব। পরে সে আর বাসায় ফেরেনি। রাত ১১টায় তাকে ফোন দিলে একবার তাঁর নম্বর খোলা পাই। তবে ফোন রিসিভ করেনি। এরপর থেকে নম্বর বন্ধ।
এরপর পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সব স্থানে খুঁজলেও তাঁকে পাইনি। গত শুক্রবার প্রথমে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করি। পরে পুলিশের পরামর্শে রাতে খুলনা থানায় আরেকটি জিডি করি।
এ ব্যাপারে খুলনা থানার ওসি কামাল হোসেন খান জানান, ওই ছাত্রের দুটি মোবাইল নম্বরই বন্ধ রয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।