বছর থেকেই ছিটকে গেলেন উড

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

চোটের কারণে চলতি বছর আর খেলা হচ্ছে না মার্ক উডের। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় উরুতে টান লাগে উডের। মাঠ ছেড়ে যান তিনি তখনই। সাবধানতার অংশ হিসেবে পরের দুই টেস্টের দলে তাকে রাখা হয়নি।

উরুর চোটের সঙ্গে এখন তার কনুইয়ের চোটও যোগ হয়েছে। ফলে ইংল্যান্ডের বাকি ছয়টি টেস্টেও দেখা যাবে না ৩৪ বছর বয়সী ফাস্ট বোলারকে। ইংল্যান্ডের চলতি বছর বাকি তিনটি টেস্ট ছিল পাকিস্তানের, তিনটি নিউজিল্যান্ডের বিপেক্ষে।

ইংলিশরা এছাড়া এই সময়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে আছে পাঁচটি, টি-টোয়েন্টি তিনটি, ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি।

ক্যারিয়ারজুড়েই নানারকম চোটের সঙ্গে লড়তে হয়েছে উডকে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই টেস্ট খেলতে পেরেছেন কেবল ৩৭টি। ওয়ানডে খেলেছেন তিনি ৬৬টি, টি-টোয়েন্টি ৩৪টি।