ফকিরহাটে বন্যার্তদের সহায়তায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

8
Spread the love


ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বন্যার্তদের জন্য অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় খুলনা মোহামেডান স্পোটিং ক্লাবকে হারিয়ে কলকলিয়া মিলন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় কলকলিয়া মিলন সংঘ ১-০ গোলের ব্যবধানে খুলনা মোহামেডান স্পেটিং ক্লাবকে হারিয়েছে।
খেলাটি আয়োজন করেন কলকলিয়া মিলন সংঘ। খেলায় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ঘটে।
খেলা প্ররিচালনা করেন প্রফেসর শোয়েব চৌধুরী। সহযোগি ছিলেন তৈয়বুর রহমান ও লাচ্চু মোড়ল। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন সার্জেন্ট (অব:) আ. জাসিস হায়দার, আ. হাসনাত রিপন, ও সুমিলুক্স। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক শেখ জিাউর রহমান। তাকে পুরস্কার প্রদান করেন সাবেক ফুটবলার তানভির ইসলাম লিমন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় দলের সাবেক গোল রক্ষক শেখ জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ দ্বিজেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।