স্পোর্টস ডেস্ক
নিজেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ২-০তে হেরেছে দলটি। যেখানে বাবর আজম থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদির মতো বড় তারকাদের জ্বলে উঠতে দেখা যায়নি। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপক সমালোচনায় পড়েছে।
সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ৮ নম্বরে নেমে গেছে পাকিস্তান। ৭ ম্যাচের মাত্র ২টিতে জয় তাদের, হেরেছে টানা ৫ ম্যাচে। তবে পাকিস্তান দলের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। কেননা ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ৭ অক্টোবর থেকে।
কিন্তু এই বড় সিরিজের আগে দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স কাপ চালু করছে তারা। প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট শেষ হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আগে। টেস্ট সিরিজের আগে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্তে পিসিবির ওপর অসন্তুষ্ট দলটির সাবেক পেসার ইয়াসির আরাফাত।
এছাড়া ৩ টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা এ ক্রিকেটার নাখোশ টেস্ট দলের কোচ জেসন গিলেস্পির অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার খবরেও ।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট পাকপ্যাশনকে দেওয়া এই সাক্ষাৎকারে ইয়াসির বলেছেন, ‘আপনাদের দুর্বলতাগুলো উজ্জ্বল হয়ে উঠছে; ফিটনেস ইস্যু, টেকনিক ইস্যু, পিচ। আজ শুনলাম জেসন গিলেস্পি ও হাই পারফরম্যান্স দলের কোচ অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আপনারা ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করছেন। এসব সিদ্ধান্ত আমি বুঝি না। পিসিবি একটা সার্কাস।’
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আপনার টেস্ট সিরিজ আসছে, আর আপনি প্লেয়ারদের ওয়ানডে খেলার জন্য নিয়ে আসছেন। শান মাসুদ একটা সংবাদ সম্মেলনে বলছিল, আমাদের প্লেয়াররা দেড় বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে না। এটা আমার কাছে সার্কাস মনে হয়। এখানে (বোর্ডে) যারা কাজ করে তারা জোকার। আর তাদের সিদ্ধান্তগুলো জোকস।’