কাপড়ে মাংসের ঝোলের দাগ লেগেছে? যা করবেন

4
Spread the love


মিলি রহমান।।

নতুন জামা পরে কোথাও বেড়াতে গেলেন। মাংস দিয়ে ভাত খেলেন। খাওয়ার সময় কোনো এক ফাঁকে জামায় মাংসের ঝোল পড়ে গেল। তখন নিশ্চয় মেজাজ খারাপ হবে। বিশেষ করে সাদা কাপড়ে দাগ লাগলে তা আর উঠতে চায় না। আর দাগসমেত জামা দীর্ঘক্ষণ রেখে দিলে দাগ বসে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তা তুলে ফেলা উচিত।

কাপড় থেকে ঝোলের দাগ তুলবেন যেভাবে

ভিনেগার: ছোট একটি পাত্রে ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে নিন। তার মধ্যে সামান্য গুঁড়ো সাবান দিয়ে দিন। এ বার এই মিশ্রণটি ওই দাগ লাগা অংশে মাখিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।

মাজন: সাদা জামার যে অংশে হলুদ দাগ লেগেছে সেখানে দাঁত মাজার মাজন মাখিয়ে রাখুন। অনেকে এর মধ্যে লবণও দেন। চাইলে দিতে পারেন। আধা ঘণ্টা পর ঘষে নিলেই দেখবেন ঝোল ও হলুদের দাগ উধাও হয়ে গেছে। তবে সাদা জামায় রঙিন মাজন ব্যবহার না করাই ভালো।

লেবুর রস: হলুদের দাগ লাগার সঙ্গে সঙ্গে সেই অংশে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন। খুব বেশি ক্ষণ না। মিনিট পনেরো পর ঘষে নিলেই দেখবেন দাগ উঠে গেছে।

রাসায়নিক তরল: তৎক্ষণাৎ দাগ তোলা যায়, এমন রাসায়নিক দেওয়া তরল বাজারে পাওয়া যায়। তবে এটি ব্যবহার না করা ভালো। কেননা ব্লিচ-যুক্ত দ্রবণ বেশি ব্যবহার করলে জামা ছিঁড়েও যেতে পারে।