বিনোদন ডেস্ক।।
অনলাইনে প্রকাশিত হল নন্দিত কণ্ঠশিল্পী এলিটা করিমের গাওয়া ভিন্ন ধাঁচের রোমান্টিক গান ‘হৃদয় নগর’। এর কথা লিখেছেন সারাজাত সৌম্য। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। গানটি রেকর্ড করা হয়েছিল ‘বৃষ্টি কথা হোক’ নামে মিক্সড অ্যালবামের জন্য। সম্প্রতি মিউজিক স্প্রিমিং প্ল্যাটফর্ম স্পোর্টিফাইর পাশাপাশি শিল্পী ও সুরকারের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়েছে।
এ আয়োজন নিয়ে এলিটা করিম বলেন, ‘জয় শাহরিয়ারের সুরের অন্যান্য গানগুলো থেকে ‘হৃদয় নগর’ একটু আলাদা ধরনের। আমি চেষ্টা করেছি, গায়কীতে নিজের সেরাটা তুলে ধরার। কথা-সুর-সংগীতায়োজন-গায়কী সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
সুরকার জয় শাহরিয়ার বলেন, ভিন্ন ধাঁচের কিছু গান নিয়ে ‘বৃষ্টি কথা হোক’ মিক্সড অ্যালবামটি তৈরি করা হয়েছিল। যার প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন ছিল নিজের করা। এটি সিডি আকারে প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে। সিডি এখন বিলুপ্ত প্রায়। যে কারণে অ্যালবামের গানগুলো শোনার সুযোগ ছিল না। আমরা যারা এই অ্যালবামের শিল্পী, গীতিকবি ও সুরকার হিসেবে কাজ করেছি, তাদের সবার কাছেই মনে হয়েছে, ‘বৃষ্টি কথা হোক’-এর গানগুলো এখনও শ্রোতা মনে অনুরণন তোলার দাবি রাখে। সে ভাবনা থেকেই এলিটা করিমের ‘হৃদয় নগর’ গানের পাশাপাশি পুরো অ্যালবামটি অনলাইনে প্রকাশ করা। গানগুলো শ্রোতা মনে ছাপ ফেলবে বলেই আমাদের বিশ্বাস।’
স্টেজ শো, অ্যালবাম ও একক গানের প্রকাশনা এবং প্লেব্যাক নিয়ে এলিটার সংগীত ক্যারিয়ারের সমস্ত ব্যস্ততা। কিছুদিন আগে ওয়েব সিরিজে প্লেব্যাক করে আলোচনায় এসেছেন তিনি। শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। সালজার রহমান পরিচালিত ‘কালপুরুষ’ সিরিজে প্লেব্যাক করার মধ্য দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে শুরু হয়েছে তাঁর ওটিটি যাত্রা। ‘কালপুরুষে’ গান গাওয়া ‘মহাকাল’ গানটিও শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।