স্পোর্টস ডেস্ক
সাবেক হকি খেলোয়াড়, সংগঠক ও কোচ মো. ফজলুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে ষাটোর্ধ্ব এই কোচের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর হকি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
ফজলু ওস্তাদ নামে পরিচিত এই তারকা বাংলাদেশের মৃতপ্রায় হকি টিকিয়ে রাখতে বড় অবদান রেখেছেন। রাসেল মাহমুদ জিমিসহ পুরান ঢাকা থেকে অনেক খেলোয়াড় তৈরি করেছেন, যারা জাতীয় দলে আলো ছড়িয়েছেন।
বাংলাদেশের হকি জন্য ফজলুর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। কারণ এমন নিবেদিতপ্রাণ হকি কোচ বাংলাদেশে আর চোখে পড়ে না। তার পুরো জীবনটাই ছিল হকিময়। হকি ছাড়া আর কিছু বুঝতেন না। তারই স্বীকৃতি হিসেবে পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা। পেয়েছেন আরও কিছু পুরস্কারও।