দিঘলিয়ায় শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই, খালেক, হারুন, মন্নুজান, কামাল, সালাম মুর্শেদীসহ ২১৫ জনের নামে মামলা

414
Spread the love


স্টাফ রির্পোটার।।
শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল , শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু ও সাবেক মেয়র তালুকদার আঃ খালেক, সাবেক এমপি বেগম মন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন, আব্দুস সালাম মুর্শিদী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনার রশিদ, এডভোকেট সুজিত অধিকারী, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু ও ফিরোজ মোল্লা সহ আওয়ামী লীগের ২১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি কর্মী কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি বাবুল আক্তার। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হওয়ায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


এজাহার সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা ২০২২ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার সময় ফুলতলা শিকিরহাট ঘাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। নেতা-কর্মীদের নিয়ে ট্রলারগুলো বেলা সাড়ে ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩ , তারিখ ০৪/০৯/২০২৪ ।


উল্লেখ্য, দিঘলিয়ায় বিএনপি নেতা-কর্মীর উপর হামলার ঘটনায় গত ২৭ আগষ্ট সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী সহ ৬৮ জনের নামে এবং ২৯ আগষ্ট আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী সহ ৮৩ জনের নামে মামল দায়ের হয়েছিল।