খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

51
Spread the love


স্টাফ রিপোর্টার।।

খুলনায় চোর সন্দেহে সিরাজ হাওলাদার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজ হাওলাদার যোগীপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে।


সিরাজের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করে বলেন, সম্প্রতি জাকারিয়া নামের এক ব্যক্তির ভ্যান চুরি হয়। পরে চোর সন্দেহে যোগীপোল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালভার্ট মোড়ের হায়দার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে সময় তার কাছে কিছু ভ্যানগাড়ি খোলার চাবি পাওয়া যায়। হায়দারকে মারধর করলে তার সঙ্গে সিরাজ জড়িত বলে জানায়। পরে জাকারিয়া ৭-৮ জন লোককে সঙ্গে নিয়ে এসে বুধবার ভোরে সিরাজকে ঘুমন্ত অবস্থায় মারতে মারতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে মাথায় ও চোখের পাশে কুপিয়ে হত্যা করে কালভার্ট মোড়ে ফেলে রেখে যায়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, চোর সন্দেহে সিরাজ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।